আজ || বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
শিরোনাম :
  তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ    
 


খোকশায় আইসিভিজিডি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক আয়োজিত, বিশ^ খাদ্য কর্মসূচীর আর্থিক সহায়তায় এবং কুষ্টিয়ার খোকশা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে “ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায়” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন খোকশা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। উত্তরণের আইসিভিজিডি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার খন্দকার ইয়াছিন বিল্লাহ’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন খোকশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবী আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কুষ্টিয়া জেলা উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌসী, জয়ন্তিহাজরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ওসমানপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ও সমাসপুর ইউপি চেয়ারম্যান বদরউদ্দিন প্রমুখ। সভায় আইসিভিজিডি প্রকল্পের ৪ জন নির্বাচিত সদস্যকে সুবিধাভোগী কার্ড প্রদানের মাধ্যমে খোকশা উপজেলায় প্রকল্পটির উদ্বোধনী ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, প্রকল্পের আওতায় বাংলাদেশের ৬৪টি উপজেলার ভিজিডি কার্ডধারী ১লক্ষ সুবিধাভোগী পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান এবং বিভিন্ন আয়বর্ধন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার পাশাপাশি জীবনমান উন্নয়নের জন্য বহুমুখী প্রশিক্ষণ প্রদান করা হবে। কুষ্টিার খোকশা উপজেলাতে ১ হাজার ভিজিডি কার্ডধারী পরিবার এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে সহায়তা পাবেন।


Top