আজ || মঙ্গলবার, ০৭ মে ২০২৪
শিরোনাম :
  জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ    
 


আশাশুনি আমরাবন্ধু’র উপহার পেলো জাবিবুল্লাহ

আশাশুনি চায়ের দোকান মোঃ জাবিবুল্লাহকে উপহার দিলো আমরাবন্ধু ফাউন্ডেশন।
শনিবার ২৮ আগস্ট সকালে আমরাবন্ধু আশাশুনি উপজেলা টিমের সদস্যরা ও বনিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম, সহঃ সভাপতি কামরুল ইসলাম, সম্পাদক জাহিদুল ইসলাম বাবু, মোঃ জাবিবুল্লাহ মা শাহানারা খাতুনের কাছে এ উপহার হস্তান্তর করেন। এছাড়া করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক, স্যাভলন, সাবানও উপহার দেওয়া হয়।
এ সময় আমরা বন্ধু ফাউন্ডেশ, আশাশুনি উপজেলা টিমের আহসান উল্লাহ, সম্রাট,শাহরুল, মারুফ, রাহাত,মুন্না, রাইহান,মিঠুন, তুফান,জাহিদ,আজমাইন উপস্থিত ছিলেন। মোঃ জাবিবুল্লাহ বলেন,মায়ের উপার্জনে (বাসা বাড়িতে কাজ) সংসার চলে।
করোনার সময় মায়ের উপার্জন কমে যাওয়ার কারণে লেখা-পড়া নিয়ে চিন্তায় পড়ে জাবিবুল্লাহ।আমার বাবা রেখে যাওয়া রেখে যাওয়া জরাজীর্ণ ছোট চায়ের দোকান টা পুনরাই চালু করতে পেরে আমি খুব খুশি ধন্যবাদ জানাই আমরাবন্ধু ফাউন্ডেশনকে।
শাহানারা খাতুন বলেন, এখন আর আমার লোকের বাসায় কাজ করতে হবে না । তিনি উপহারের জন্য আমরাবন্ধু ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।


Top