আজ || বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
শিরোনাম :
  তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত       তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা       তালায় আরএমটিপি প্রকল্পের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত    
 


৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেলেন তালায় ২০৬ পরিবার

সাতক্ষীরার তালায় ৩৩৩ নম্বরে মানবিক খাদ্য সহায়তার জন্য ফোন করায় ২০৬ পরিববারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান।


উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাছুম পারভেজ হালিম প্রমুখ।
এ সময় তালা সদর ইউনিয়নের ২০ জন অসহায় ব্যক্তিকে উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান বলেন,মানবিক খাদ্য সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দ দেয়া হয়েছে। এখানে যারা ত্রাণ সহায়তার জন্য ৩৩৩ নম্বরে ফোন করছেন সেই সকল কলারদের সনাক্ত করে মানবিক খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।


Top