আজ || বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
শিরোনাম :
  তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ    
 


হতদরিদ্র ৩৫০ পরিবারের মাঝে উত্তরণের কোরবানীর মাংস বিতরণ

মুসলিম এইড ইউ কে বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় বে-সরকারী সংস্থা উত্তরণ হতদরিদ্র ৩৫০ পরিবারের মাঝে কোরবানীকৃত গরুর মাংস বিতরণ করেছে। ঈদের দিন তালা উপজেলাসহ বিভিন্ন এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে প্রত্যেককে ৪ কেজি করে মাংস বিতরণ করা হয়।
উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ রেজওয়ান উল্লাহ জানান, তালা উপজেলার তেঁতুলিয়া ও সদর ইউনিয়নের ১০০ পরিবার, আশাশুনির শ্রীউলা ইউনিয়নে ৭৫ পরিবার এবং কলাপাড়া পৌরসভায় হতদরিদ্র ১৭৫ পরিবারের মাঝে পরিবার প্রতি ৪ কেজি করে কোরবানীকৃত গরুর মাংস বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ পচিালক শহিদুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, শ্রীউলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, উত্তরণের ম্যানেজার মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

অপরদিকে কলাপাড়া পৌরসভায় মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মোঃ মাহবুব আলম, ৪ ৫ ৬ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর রোজিনা বেগম, ৭ ৮ ৯ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর উম্মে তামিমা বিথী, উত্তরণ কলাপাড়া পৌরসভার পিও মোঃ হাসিব উজ জামান, সাতক্ষীরা ও বরগুনার পিও শেখ রুশায়েদ উল্লাহ এবং সাতক্ষীরা সদর ইউনিয়নের এফ এফ এস এম চাতক প্রমুখ।


Top