আজ || বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
শিরোনাম :
  তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত       তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা       তালায় আরএমটিপি প্রকল্পের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত    
 


স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল অর্থনীতিতে উত্তরণের চ্যালেঞ্জ’– বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রিয়াদ হোসেন:: দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজলাল কলেজ কৃতক ‘স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল অর্থনীতিতে উত্তরণের চ্যালেঞ্জ’–পরিপ্রেক্ষিত বাংলাদেশ বিষয়ক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই (শনিবার) সকাল ১১ টায় একাডেমিক ভবন-২ এর সেমিনার হলে অর্থনীতি বিভাগের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় বিভাগীয় প্রধান (অর্থনীতি) প্রফেসর প্রশান্ত কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান। অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক ফারুখে আযম মুঃ আব্দুস সালামের মূল প্রবন্ধ উপস্থাপনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শরমিন্দ নীলোর্মিসহ বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন অনন্য বিভাগের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিরা।

অধ্যাপক ড. শরমিন্দ নীলোর্মি বলেন, ‘আমরা আশা করছি অতি দ্রুতই আমরা উন্নত দেশের কাতারে পৌঁছে যাবো। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উঠে আসার পেছনে কৃষি ও শিল্পের দিকেই বেশি নজর রাখা হয়েছিলো। সেক্ষেত্রে পোশাক খাতকে আরো বেশি সমৃদ্ধ করতে সরকারের সুদৃষ্টি কামনা করছি।’ এসময় তিনি আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি পণ্য বৃদ্ধি করার বিষয়ে বিভিন্ন পয়েন্টের উপর আলোচনা রাখেন।

অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান বলেন, শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতেই মুলত এমন সেমিনারের আয়োজন করেছি। অর্থনীতির শিক্ষার্থীরা একটি সময় এদেশের অর্থনীতির হাল ধরবে সেই দিকে তাকিয়ে একাডেমিক সময় থেকেই তাদের এসব বিষয়ের উপর আরো বেশি জানতে হবে।’

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে প্রফেসর প্রশান্ত কুমার শীল বলেন, ‘দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সরকার আউটসোর্সিং এবং কারিগরি শিক্ষায় নজর দিচ্ছে। যার ফলে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে আমরা ধাবিত হয়েছি।’ এসময় তিনি সরকারের এই অগ্রযাত্রার সাথে শিক্ষার্থীদের সামিল হয়ে দেশ ও দেশকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

আলোচনার শেষ পর্যায়ে এসে আলোচকরা বাজেট, পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা, মানবসম্পদ বিষয়ক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।


Top