আজ || বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
শিরোনাম :
  তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত       তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা    
 


সিরিজ বোমা হামলার প্রতিবাদে তালায় আ.লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সেকেন্দার আবুজাফর বাবু :

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সাতক্ষীরার তালায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপ-শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।

তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সাঞ্চলনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রনব ঘোষ বাবলু, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধ মোড়ল আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক জি এম শফিউল রহমান ডানলাপ, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন কুমার রায় সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট জঙ্গি সৃষ্টির মাধ্যমে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলাচেষ্টা করে ছিল। এছাড়া বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশেসন্ত্রাস ও নৈরাজ্যের নরকে পরিণত করেছিল। তাই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে নেতাকর্মীদের স্বোচ্ছার থেকে শক্ত হাতে দমনে প্রস্তুত থাকার আহবান জানান।

উল্লেখ্য, ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ।


Top