আজ || শুক্রবার, ০৩ মে ২০২৪
শিরোনাম :
  তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত    
 


সামনে খুব কঠিন সময় আসছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, সামনে খুব কঠিন সময় আসছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরে আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালিত করছেন। এছাড়া আগামী চার মাস দেশে সংকটময় পরিস্থিতি থাকবে বলে জানান তিনি।

বুধবার (২৭ জুলাই) বিকেলে নগরীর শায়েস্তা খান রোডে জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে জেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভায় তিনি এ সব কথা বলেন।

এ সময় সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার অনুরোধ করে সব ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার পরামর্শও দেন তিনি।

কিছু রাজনীতিবিদদের সমালোচনা করে শামীম ওসমান বলেন, যারা টক শোতে বসে বাংলাদেশে শ্রীলংকার মতো পরিস্থিতি হবে বলে প্রচার করছেন তাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ আছে।এই সব রাজনীতিবিদদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজের স্বার্থে রাজনীতি না করে দেশের স্বার্থে রাজনীতি করেন। আগে দেশের কথা ভাবেন।

জেলা পুলিশিং ফোরামের এই কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এবং জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি।


Top