আজ || বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
শিরোনাম :
  তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত       তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা       তালায় আরএমটিপি প্রকল্পের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত    
 


সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে পানি কমিটির মতবিনিময়

রবিবার (৭ মে) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে পানি কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলীয় নদ-নদী এবং কপোতাক্ষ নদ ও বেতনা-মরিচ্চাপ নদীর অববাহিকার বর্তমান অবস্থা ও জনগণের প্রস্তাবনা শীর্ষক মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। উত্তরণ ও পানি কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। মাল্টিমিডিয়ার মাধ্যমে সভার সার সংক্ষেপ উপস্থাপন করেন অধ্যাপক হাসেম আলী ফকির। সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি প্রাক্তন অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, পানি কমিটি নেতা অধ্যাপক রেজাউল ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ।
উক্ত সভায় কপোতাক্ষ নদ অববাহিকায় তালার পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি কৃষকদের জমির ক্ষতিপূরণ প্রদান, পেরিফেরিয়াল বাঁধ সংস্কার, বেতনা-মরিচ্চাপ নদী খননে আইডব্লিউএম এর সুপারিশ অনুয়ায়ী টিআরএম পদ্ধতি যুক্ত করার কথা তুলে ধরেন বক্তারা।

 


Top