আজ || বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
শিরোনাম :
  তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত       তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা       তালায় আরএমটিপি প্রকল্পের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত    
 


সাতক্ষীরায় উত্তরণের বার্ষিক ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত

গাজী জাহিদুর রহমান
‘উত্তরণ আমার’ প্রকল্পের আয়োজনে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়মে বার্র্ষিক ভূিমহীন সম্মেলন অনুষ্ঠতি হয়েছে। ২০ জুলাই (বুধবার) বেলা ১১টায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি এডঃ আবুল কালাম আজাদ। উত্তরণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় বার্ষিক ভূমিহীন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংগঠন উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা ভূমিহীন আন্দোলনের নেতা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা ভূমি কমিটির সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাতক্ষীরা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোসনা দত্ত, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, কালিগঞ্জ উপজেলা ভূিমহীন সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল ওহাব, তালা উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত্য সাহা, জেলা ভূমি কমিটির নেতা আলিনুর খান বাবুল, কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, দেবহাটা উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল ওহাব, আশাশুনি উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক ইয়াহিয়া আহমেদ, শ্যামনগর উপজেলা মৎস্যজীবী সমিতির নেতা আলী আশরাফ, জেলা বাস্তহারা কমিটির সভাপতি কাওসার আলী, ভূিমহীন নেত্রী নাজমুন নাহার রেক্সোনা খাতুন প্রমূখ। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, কালিগঞ্জ প্রেসক্লাব ও ভূমি কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফু, এড: মনিরুজ্জামান, সিরাজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সেন্টার ম্যানেজারসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও নারী ফেডারেশনের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত ও গৃহহীনদের ঘরের ব্যবস্থা করেছে। এজন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাতক্ষীরায় ভূিমহীনদের দীর্ঘদিনের দাবি দাওয়া ও আন্দোলন সংগ্রামের ফলে ভূমিহীনরা আজ অনেক খাস জমি বন্দোবস্ত পেয়েছে। ভূমিহীন নেত্রী জাহেদার মৃত্যুর পর সাতক্ষীরা আন্দোলনে যারা অগ্রণী ভূমিকায়ছিল তারা আজ নেই বিশেষ করে জেলা ভূিমহীন আন্দোলন সংগ্রাম কমিটির সভাপতি এড: আব্দুর রহিম, এড: ফিরোজ আহমদে, সাংবাদকি আশরাফুল ইসলাম টুটু, কৃষক নেতা সাইফুল্লাহ লস্করসহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ নানাভাবে হয়রানীর শিকার হয়। ভূমিহীনদের বিশেষ কোটা রেখে তাদের দাবি দাওয়া পূরণ করতে হবে। ভূমিহীনদের আন্দোলন সংগ্রামে এবং তাদের অধিকার প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংগঠন উত্তরণ সব সময় পাশে ছিল এবং আছে। পাশাপাশি সাতক্ষীরার সাংবাদকিরা সকল আন্দোলনে অগ্রণী ভূমকিা রেখেছিল তাদের লেখনী দিয়ে এজন্য তাদরে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলেোদশ মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, তাদের মাথাপছিু আয় বৃদ্ধি পেয়েছে, সামাজকি মর্যাদা বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরা জেলায় অনেক খাস জমি ভূমিদস্যুরা দখল করে রেখেছে। মৎস্যজীবী জেলে সম্প্রদায় জলাশয়, জলাভূমি ভোগ করতে পারে না। আগামীতে সাতক্ষীরাসহ সকল উপজেলায় ভূমিহীনদের সকল দাবি দাওয়ার আন্দোলন সংগ্রামে জেলা ভূমিহীন নেতৃবৃন্দ তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করনে।


Top