আজ || রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
শিরোনাম :
 


সাতক্ষীরায় ডেইরি খাত উন্নয়নে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এসইপি ডেইরি প্রকল্পের আওতায় ডেইরি খাত উন্নয়নে স্টেক হোল্ডারদের অংশগ্রহণে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও

উন্নয়ন প্রচেষ্টার এসইপি ডেইরি প্রকল্পের ব্যবস্থাপক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবিএম আব্দুর রউফ।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: নাজমুস সাকিব, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান প্রমুখ।

কর্মশালায় বক্তারা সাতক্ষীরা জেলায় খামার ব্যবস্থাপনাকে কিভাবে উন্নত করা যায়, গো খাদ্যের সহজলভ্যতা, দুধের দাম বৃদ্ধি এবং প্রান্তিক খামার পর্যায়ে সরকারের বিভিন্ন অনুদান পৌছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ডেইরি খাত উন্নয়নে উন্নয়ন প্রচেষ্টার বিভিন্ন উদ্যোগসমূহকে উপস্থাপন করেন
উন্নয়ন প্রচেষ্টার ডেইরি প্রকল্পের পরিবেশ কর্মকর্তা মোহাম্মদ ইরফান। কর্মশালায় বিভিন্ন উপজেলা থেকে আগত দুগ্ধ বিক্রেতা, দুগ্ধ প্রক্রিয়াজাতকারী,
ক্রেতা বিক্রেতা, গো খাদ্য বিক্রেতা, বিভিন্ন চিলিং প্লান্টের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিসহ প্রকল্পভুক্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


Top