আজ || শুক্রবার, ০৩ মে ২০২৪
শিরোনাম :
  তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত    
 


সাতক্ষীরায় ঘুর্ণিঝড়ের পূর্বাভাস-ভিত্তিক আগাম-কার্যক্রমের খসড়া প্রোটকল বিষয়ক কর্মশালা

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘুর্ণিঝড়ের পূর্বাভাস-ভিত্তিক আগাম-কার্যক্রমের খসড়া প্রোটকল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। ইউরোপিয়ান ইউনিয়ন হিউমেনিটেরিয়ান এইড (ECHO) এর অর্থায়নে এবং এসিএফ,ও উত্তরণ স্টেপ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মাসরুবা ফেরদৌস। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ অফিসার, জেলা মৎস্য অফিসার, জেলা প্রাণিসম্পদ ট্রেনিং অফিসার, জেলা মৎস্য ট্রেনিং অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা শিক্ষাঅফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফিন্স, সিপিপি, উত্তণের প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার জাহিনসামস্ স্বাক্ষর, প্রকল্প সমন¦য়কারী মোঃ রেজওয়ান উল্লাহসহ সভায় সরকারি, বেসরকারি, দেশিয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় সারা বিশে^র জন্য একটি রোল মডেল। ঘূর্ণিঝড়ের হাত থেকে উপকূলীয় অঞ্চলের মানুষ কে রক্ষা করার জন্য আগাম পদক্ষেপ নিতে হবে এবং এতে করে মানুষসহ সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য ভাবে কমানো সম্ভব। এ জন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আরো সক্ষমতা অর্জনের জন্য সকলকে এগিয়ে আসতে হবে।


Top