আজ || সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
শিরোনাম :
 


সাতক্ষীরায় কলোনির রাস্তা সংস্কার ও ডাষ্টবিন স্থাপনের জন্য স্মারকলিপি প্রদান

দাতা সংস্থা দি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ইউনপস এর লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এবং এডুকো বাংলাদেশ “দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তচ্যুত ব্যাক্তিদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা শক্তিশালীকরণ” প্রকল্পটি বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৮ মে) সাতক্ষীরা পৌরসভার ৩ এবং ৬ নং ওয়ার্ডের ক্লাইমেট মাইগ্রেন্ট রাইটস গ্রুপের প্রতিনিধিগণ পৌর কাউন্সিলরের (ভারপ্রাপ্ত মেয়র) মাধ্যমে পৌরসভা বরাবর কলোনির রাস্তা সংস্কার ও ডাষ্টবিন স্থাপনের জন্য ২ টি স্মারকলিপি প্রদান করেন। সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান এই স্মারকলিপি গ্রহণ করেন এবং উপস্থিত সকল সদস্যকে তাদের দাবী অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে কার্যক্রম শুরু করা হবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন। অনুষ্ঠানে প্রকল্পের প্রতিনিধি টেকনিক্যাল অফিসার-ওয়াশ মোঃ আব্দুল করিম এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর মোস্তাফিজুর রহমান, প্রশান্ত কুমার গায়েন প্রমুখ উপস্থিত ছিলেন।


Top