আজ || রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
শিরোনাম :
 


সাতক্ষীরায় উপদেষ্টা কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

দাতা সংস্থা দি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ইউনপস’র লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় বেসরকারী সংস্থা উত্তরণ এবং এডুকো বাংলাদেশ “দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারনে বাস্তচ্যুত ব্যাক্তিদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা শক্তিশালীকরণ” প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের একটি অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে কর্ম এলাকার বাস্তচ্যুত জনগোষ্ঠীর আয় বৃদ্ধির মাধ্যমে জীবনজীবিকায়নের সুযোগ সৃষ্টি করা এবং মানসম্মত ও সমন্বিত মৌলিক সেবাসমূহ যার মধ্যে শিক্ষা, নিরাপদ পানি এবং স্বাস্থ্যবিধি সুযোগ সুবিধায় অভিগমন বৃদ্ধি করা। এই সকল উদ্দেশ্য অর্জনে প্রকল্পের আওতায় ১৫ সদস্যবিশিষ্ট একটি স্থানীয় প্রকল্প উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। প্রকল্প কার্যক্রম ফলপ্রসূ করতে নিয়মিত প্রকল্প এলাকা পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানের জন্য সহযোগিতার লক্ষ্যে ১৪ জুন (বুধবার) কমিটির নিয়মিত ত্রৈ-মাসিক সভা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সাতক্ষীরাতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। সভায় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, খুলনা বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী, ইউনপস এর লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির জেরম ইলিসহ কমিটির সকল সদস্যবৃন্দ। সমগ্র সভাটি পরিচালনা করেন উত্তরণের প্রোগ্রাম ডেভেলপম্যান্ট স্পেশালিষ্ট জাহিন শামস্ স্বাক্ষর। এডুকো বাংলাদেশ এবং উত্তরণের সিনিয়র ম্যানেজম্যান্টের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।


Top