আজ || মঙ্গলবার, ০৭ মে ২০২৪
শিরোনাম :
  জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ    
 

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান


সরদার মশিয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে আওয়ামী লীগ

তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা শাখা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ.কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
রোববার বিকালে সরদার মশিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সরদার মশিয়ার রহমানের উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, বিগত ১৯ আগষ্ট ২০২০ ইং তারিখে ইস্যুকৃত পত্রদ্বারা আপনাকে সংগঠন হইতে সাময়িক বহিস্কার করা হয়। পরবর্তীতে আপনার বিরুদ্বে অভিযোগ মিথ্যা বলিয়া পুলিশী রিপোর্ট প্রদান করে। বিগত ২ জুন ২০২০ ইং তারিখে আপনার বহিস্কারাদেশ প্রত্যহার চাহিয়া আবেদনের প্রেক্ষিতে জেলা নেতৃবৃন্দের সুপারিশত্রুমে আপনার বিরুদ্বে আনীত সাময়িক বহিস্কারাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা (প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা) এর (উপধারা-১০) মোতাবেক আপনার সাময়িক বহিস্কারাদেশ অদ্য ১ মে ২০২৩ ইং সালে তারিখ প্রত্যাহার করা হইল।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর ২০১৯ তারিখে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সরদার মশিয়ার রহমানের এক নম্বর সাংগঠনিক সম্পাদক নাম ঘোষনা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


Top