আজ || শনিবার, ১১ মে ২০২৪
শিরোনাম :
  সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


সংস্কৃতি কর্মকর্তা হত্যার বিচার দাবি জানিয়ে সাতক্ষীরায় শিল্পকলা একাডেমি’র মানববন্ধন ও প্রতিবাদ

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি’র জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল দশটায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাতক্ষীরার শিল্পী, সংস্কৃতিকর্মী, শিল্পকলা একাডেমির কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষকরা অংশগ্রহণ করে। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।
প্রতিবাদী মানববন্ধনে বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি’র জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে ২৭ মার্চ শনিবার বিকেলে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালের কেবিনে নির্মম হত্যাকান্ডের শিকার হন। মাতৃহারা হয় রেদওয়ানার ৫দিনের কন্যা শিশু। এঘটনায় নিহতের ছোটভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে অভিযুক্ত স্বামী দেলোয়ার হোসেন মিজান আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।
রেদওয়ানা হত্যার বিচার দাবি করে প্রতিবাদী মানবন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, শামিমা পারভিন রতœা, ফারহা দিবা খান সাথী, হেনরী সরদার, শরীফুল্লাহ কায়সার সুমন, শ্যামল সরকার, শহীদুল ইসলাম, বিশ্বজিৎ সাহা, রাখিয়া পারভিন রুমা, নাজমুস সাদাত মন্টি, মিজানুর রহমান সোহাগ, নাহিদা পান্না, চম্পা সরকার, নয়ন ব্যানার্জী, রাফিজা পারভিন, মনিরুল ইসলাম মিম মিলন, প্রবাল সানা, ইসরাফিল হোসেন প্রমুখ। #


Top