আজ || রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
শিরোনাম :
 


শ্যামনগেরে উত্তরণের আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

“শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করি শিশুশ্রম বন্ধ করি” এই প্রতিপাদ্য সামনে রেখে বে-সরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো এর আর্থিক সহাতায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে রবিবার (১২ জুন) সকালে শ্যামনগর উপজেলা চত্বরে র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মাদ, এস আই রাজিব রায়হানসহ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিবৃন্দ। এ সময় শ্যামনগরের বুড়িগোয়ালিনি,গাবুরা,মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ব্রিজ স্কুলের শিক্ষার্থী,কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্য,অভিভাবক,কর্মমালিক,শিক্ষক ও উত্তরণ এর টেকনিক্যাল অফিসারগণ উপস্থিত ছিলেন।
এদিকে বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ১০ ও ১১ জুন চারটি ব্রিজ স্কুলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং শিশু,অভিভাবক,কর্মমালিক,কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সাথে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 


Top