আজ || সোমবার, ০৬ মে ২০২৪
শিরোনাম :
  অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা    
 


রিচা’র জিভ কেটে নেওয়ার হুমকি

বলিউড নির্মাতা সুভাষ কাপুর নির্মাণ করেছেন ‘ম্যাডাম চিফ মিনিস্টার’ নামে চলচ্চিত্র। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিচা চাড্ডা।

সম্প্রতি চলচ্চিত্রটির পোস্টার মুক্তি পেয়েছে। এই পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এজন্য ক্ষমাও চান রিচা। কিন্তু তাতেও লাভ হয়নি। বরং এই অভিনেত্রীর জিভ কেটে নেওয়ার হুমকি দিলেন ভারতীয় ভীম সেনা প্রধান নবাব সৎপল তানওয়ার।

নবাব সৎপল তানওয়ার দীর্ঘ একটি টুইট করেছেন। এর শেষের দিকে তিনি লিখেছেন- ‘ম্যাডাম চিফ মিনিস্টার’ চলচ্চিত্রটির মুক্তি বন্ধ করুন। না হলে ‘ম্যাডাম চিফ মিনিস্টার’ (রিচা চাড্ডা) আপনার জিভ কেটে নেব, গুলি করব। থিয়েটারে আগুন জ্বলবে।

এই চলচ্চিত্র নিয়ে বিতর্কের সূত্রপাত হয় পোস্টারকে কেন্দ্র করে। পোস্টারে দেখা যায়, ছেঁড়া-ময়লা পোশাকে হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছেন রিচা। আর তাতেই খেপেছেন ভীম সেনারা। তাদের বক্তব্য, এই চলচ্চিত্রে দলিত শ্রেণির উপর হওয়া চিরাচরিত নির্যাতনের গল্প দেখাবে। চলচ্চিত্রটি তাদের জন্য অনুপ্রেরণার হওয়ার কথা। কিন্তু চলচ্চিত্রটির পোস্টারে ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে অভিনেত্রী। এটা দেখানোর দরকার ছিল কি! এতে দলিত শ্রেণির মানুষদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ভীম সেনাদের রোষনলে পড়ে অভিনেত্রী রিচা চাড্ডা ক্ষমা চেয়েছিলেন। কিন্তু পরে ব্যাপারটি আরো জটিল হয়ে যায়। জবাবে রিচা চাড্ডা বলেন-‘আমি কাউকে ভয় পাই না।’

‘ম্যাডাম চিফ মিনিস্টার’ সিনেমায় আরো অভিনয় করেছেন- অক্ষয় ওবেরয়, মানব কৌল, সৌরভ শুক্লা, নিখিল বিজয় প্রমুখ। আগামী ২২ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


Top