আজ || সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
শিরোনাম :
 


রাশিয়ার শীর্ষ ৫ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রাশিয়ার বিরোধীদলীয় নেতা এবং প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগের জেরে দেশটির পাঁচ শীর্ষ কর্মকর্তার ওপর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এটিই রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের প্রথম নিষেধাজ্ঞা। খবর এএফপির।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো নাভালনিকে বিষ প্রয়োগের পেছনে রাশিয়া সরকারের সংশ্নিষ্টতার প্রমাণ পেয়েছে।

সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, রাশিয়ার চার কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার আগেই নাভালনিকে বিষ প্রয়োগের বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবিও তোলে জাতিসংঘ।

একই সঙ্গে নাভালনিকে আটকের সঙ্গে জড়িত অভিযোগে চার জ্যেষ্ঠ রুশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা রাশিয়ার জ্যেষ্ঠ বিচারক ও আইন প্রয়োগকারী সংস্থার চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।


Top