আজ || শনিবার, ০৪ মে ২০২৪
শিরোনাম :
  তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত    
 


বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন রায়হানা ইসলাম

৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার পুত্রবধু শেখ রায়হানা ইসলাম। শেখ রায়হানা ইসলামের স্বামী এস.এম মুস্তফিজুর রহমান তালা উপজেলার বারুইহাটি গ্রামের মরহুম নূর আলী সরদার ও মরহুম বেগম ফজিলাতুন্নেছার কনিষ্ট পুত্র। এস.এম মুস্তফিজুর রহমান ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকার দোহার উপজেলায় কর্মরত আছেন।

শেখ রায়হানা ইসলামের পিতা শেখ রফিকুল ইসলাম বিপিএএ বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং প্রধান নিয়ন্ত্রক,আমদানি ও রপ্তানি হিসেবে কর্মরত আছেন এবং মাতা শেখ রুবিনা ইসলাম একজন গৃহিণী এবং একমাত্র ভাই শেখ রাফিদ ইসলাম ঢাকা বিশ^বিদ্যালয়ে ইংরেজী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।


শেখ রায়হানা ইসলাম খুলনা বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তিনি স্নাতকে কৃতিত্বপূর্ণ ফলাফল করায় খুলনা বিশ^বিদ্যালয় থেকে ডিনস অ্যাওয়ার্ড এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বেস্ট থিসিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন।


তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫পেয়েছিলেন। ছোটবেলা থেকে শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক সার্টিফিকেট অর্জন করেন এবং ২০০৯ সালে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত উপস্থিত রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেন। তিনি সকলের দোয়া প্রার্থী।


Top