আজ || বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
শিরোনাম :
  তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত       তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা    
 


বিশ্ব পরিবেশ দিবসে পানি কমিটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পানি কমিটির পক্ষ থেকে সাতক্ষীরায় জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় পানিসম্পদ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি এবিএম শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বেতনা রিভার বেসিন পানি কমিটির সভাপতি মফিজুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, পানি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটির সদস্য মহুয়া মঞ্জুরী, কেন্দ্রীয় পানি কমিটির সদস্য সরদার ঈমান আলী, সদর উপজেলা পানি কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নূরুল হুদা, শফিকুল ইসলাম, অধ্যাপক হাসেম আলী ফকির, গাজী শহীদুল্লাহ, আক্তারুল ইসলাম, শেখ হাফিজুর রহমান, আ: জব্বার মাস্টার, মোসলেমা খাতুন প্রমুখ।


মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় ৬টি প্রস্তাবনা তুলে ধরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রস্তাবনা গুলো হচ্ছে টিআরএম বাস্তবায়ন, অবাধ নদী সংযোগ, উজান সংযোগ, উপকূলীয় বাঁধ সুরক্ষা, সুপেয় পানির ব্যবস্থা এবং চিংড়ী চাষ নিয়ন্ত্রণ করা।
এ সময় বক্তারা বলেন, অপরিকল্পিত চিংড়ি চাষের কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে ভেড়ীবাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। প্রতিবছর উপকূলীয় এলাকার শত শত মানুষ মাইগ্রেট হয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। এছাড়া লবণাক্ততার কারণে দক্ষিণ অঞ্চলের মানুষ সুপেয় পানির সংকটে ভোগে। এসব বিষয়ে দ্রুত পদপেক্ষ নিতে হবে। টিআরএম বাস্তবায়ন করতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর পাশাপাশি গাছ কাটা এবং পুকুর জলাশয় ভরাট বন্ধ করতে হবে।


Top