আজ || মঙ্গলবার, ১৪ মে ২০২৪
শিরোনাম :
  তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন    
 


ফাগুনে গ্রাম বাংলার প্রকৃতিতে রাজগঞ্জে শিমুল ফুলের রঙ্গীন সোভা

 ঋতুরাজ বসন্তের গ্রাম বাংলার প্রকৃতিতে ফাগুনের গ্রাম বাংলার শিমুল ফুলের রঙ্গীন সোভার সমারোহ আর গাছে গাছে কোকিলের কূহু কূহু করতানে বিমোহীত কিশোরীর প্রান। নানা ছন্দে কবি সাহিত্যকদের লেখার খোরাক যোগাতো রক্ত লাল এই শিমুল ফুল।
যশোরের রাজগঞ্জের গাছে গাছে সবুজ পাতা, মুকুল, ফুল আর পাখির কলতানে মনে করিয়ে দেয় বসন্তের আগমনি বার্তা। আম, লিচু লেব, সহ রকমারী ফুলে ফলে বৃক্ষরাজী সোভা বর্ধন করায় শীত বিদয় নিয়ে আবারো এলো ফাগুন। বসন্তের বাহারী ফুলের রঙ্গীন বাতায়নে বাতাসে সুগন্ধের ছোয়া দিয়ে যায়। কিন্তু কালের বিবর্তনে গ্রাম বাংলার প্রকৃতি থেকে এখন বিলুপ্তির পথে মূল্যবান শিমুল গাছ।
তাই আর খুব একটা চোখে পড়েনা ফাগুনের রঙে রাঙানো রক্তলাল শিমুল গাছ। গ্রামে শিমুল গাছ ঔষধি গাছ হিসেবেও পরিচিত। গ্রামের মানুষ বিষ ফোড়া, আখের গুড় তৈরিতে শিমুলের রস ও কোষ্ঠ কাঠিণ্য নিরাময়ে গাছের মূলকে (শিকড়) ব্যবহার করতো। বর্তমানে নানা কারনে তা অনেকটাই হ্রাস পেয়েছে। এখন আর শিমুল গাছ কেউ রোপণ করে না। শিমুল গাছ এমনিতেই জন্মায় তা দিনে দিনে বড় হয়ে একদিন বিশাল আকৃতি ধারন করে। তেমনি চোখে পড়ছে রাজগঞ্জ এলাকার রাস্তার ধারে ও গ্রামের বাড়ির আশে পাশে ফুটে আছে এই শিমুল ফুল। বসন্তের শিমুল গাছে রক্ত কবরী লাল রঙ্গে ফোটে তোলে, দৃষ্টি কেড়ে নেই সবার মন।
কিছুদিন পরে রক্তলাল থেকে সাদা ধুসর হয়ে তুলার তৈরি হবে। গ্রাম বাংলার এই শিমুল গাছ অর্থনৈতিক সম্বৃদ্ধি এনে দিত। গ্রামের মানুষেরা এই শিমুলের তুলা কুড়িয়ে বিক্রি করতো। অনেকে নিজের গাছের তুলা দিয়ে বানাতো লেপ, তোষক, বালিশ। শিমুলের তুলা বিক্রি করে অনেকেই সাবলম্বী হয়েছে, এমন নজিরও আছে।
কিন্তু কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় তেমন চোখে পড়ে না শিমুল গাছের। প্রতিনিয়ত বিলুপ্তি হয়ে যাচ্ছে শিমুল গাছ। যার কারনে গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে, অতি চিরচেনা এই শিমুল গাছ।


Top