আজ || শুক্রবার, ১০ মে ২০২৪
শিরোনাম :
  তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ    
 


প্রজাপতি //গাজী মোমিন উদ্দীন//

প্রজাপতি
গাজী মোমিন উদ্দীন

প্রজাপতির সাথে দেখা
কত কথা বলল,
উড়ে উড়ে সেও আমার
কত কথায় শুনলো।

উড়ে উড়ে বেড়াতে নাকি
তার ভাল লাগে,
মানুষের কাছে তার আসতে
ভীষণ ইচ্ছে জাগে।

সেই সব কথা সে বলল
আমার কানে কানে,
আরও বলল ভীষণ করে
অনেক দুঃখ তার মনে।

স্বাধীনভাবে উড়তে গিয়েও তার
রয়েছে অনেক বাঁধা,
এসব নাকি মানতে হয়েছে
মেনেছে তার বাপ দাদা।

সুযোগ পেলেই তাকে ধরতে
কতজন নাকি দেয় হানা,
ভীষণ কষ্ট হলেও তাদের
বাঁচার জন্য ভীষণ কামনা।

ফুলের উপরে বসে তারা
আনন্দ পায় মেলা,
এখানে তাদের শৈশব আর
সেখানে সারাদিন খেলা।

ঝড় বাদল আর অনেক রোদে
ওরা অনেক কষ্ট পায়,
তবুও থাকে জীবন ভরে
তৃপ্তি আর ভালবাসার মোহনায়।

এটাই তাদের বাড়িঘর আর
জীবনের পুরোটা সময়,
প্রকৃতি তাদের আগলে রাখে
মানুষ ধরে মজা পায়।

ভালবাসার প্রতিক ওরা যে
ভালবাসা পেতে চায়,
এস সবাই প্রজাপতির কানে
সেই কথা বলে যাই।

এমনিভাবে প্রকৃতির যতপ্রাণ
বেসে যাই আমরা ভালো,
দুনিয়ার সব কালোর মধ্যে
খুঁজে বেড়াই জীবনের আলো।।


Top