আজ || বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
শিরোনাম :
  তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ    
 


প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সাতক্ষীরা জেলার তালা উপজেলাধীন শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদারের বিরুদ্ধে কালীগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ তিনটি পদের নিয়োগ বিষয়ে ১০/০২/২০২৩ তারিখে জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলোয় “বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ’’ শিরোনামসহ স্থানীয় পত্রিকা দৈনিক পত্রদূত, দৈনিক দৃষ্টিপাত, দৈনিক কালের চিত্র, অনলাইন পত্রিকা ডেইলি সাতক্ষীরা, দৈনিক সময়ের সংলাপ, দৈনিক সকালসহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে নিয়োগে অর্থ-বাণিজ্য, পরীক্ষা পিছানো এবং অনিয়মসহ আনীত অভিযোগটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত বিষয় হলো- উক্ত বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন ২১/০১/২০২৩ তারিখে নিয়োগ বোর্ড করার জন্য আমাকে চিঠি দেন যার স্মারক নং এম,এম,মা,বি/২০২৩/১, তারিখ-০৮/০১/২০২৩। সভাপতি মহোদয় অনিবার্য কারণ দেখিয়ে ২১/০১/২০২৩ তারিখ পরীক্ষা হবে না এবং ২৫/০১/২০২৩ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে চিঠি দিয়ে জানিয়ে দেন। পরবর্তীতে ২৫/০১/২০২৩ আবারও অনিবার্য কারণ দেখিয়ে নিয়োগ বোর্ড স্থগিত করেন এবং ০৩/০২/২০২৩ খ্রিঃ রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় নিয়োগ বোর্ডে উপস্থিত হওয়ার জন্য পত্র দেন। যার স্মারক নং এম,এম,মা,বি,নিয়োগ/২০২৩/৯,তারিখ-২৫/০১/২০২৩খ্রিঃ। ০৩/০২/২০২৩ তারিখ যথাসময়ে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালরের প্রধান শিক্ষকের কক্ষে নিয়োগ কমিটির পাঁচ জনের স্বাক্ষরসহ পরীক্ষার নীতিমালা তৈরী করা হয়। বোর্ডের সকল সদস্যদের নিকট থেকে তাৎক্ষনিক প্রশ্ন চাওয়া হয়। প্রত্যেকে স্বাক্ষর করে প্রশ্ন জমা দেন। পাঁচ সদস্য প্রশ্ন মডারেশন করে একটি প্রশ্ন পত্র তৈরী করা হয়। সকলের স্বাক্ষরিত মডারেশনকৃত প্রশ্নে নিয়োগ বোর্ডে পরীক্ষা নেওয়া হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তরপত্র কোডিং করেন এবং কোডগুলো ছিড়ে সভাপতি মহাদয়ের কাছে রাখেন। উত্তরপত্র মূল্যায়ন ও নিরীক্ষা শেষে কমিটির পাঁচজনই স্বাক্ষর করেন। পাঁচ সদস্যের উপস্থিতিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। প্রত্যেকেই স্বাক্ষর করে মৌখিক পরীক্ষার নম্বর শীট জমা দেন। পরে মৌখিক পরীক্ষার নম্বরের গড় করা হয়। লিখিত, মৌখিক এবং সনদপত্রের নম্বরের সমন্বয়ে রেজাল্ট প্রস্তুত হয়। আমি বোর্ডের একজন মাত্র সদস্য হিসাবে রেজাল্ট শীটে স্বাক্ষর করি। উল্লেখ্য, পুরো বিষয়টি পর্যবেক্ষক হিসাবে কালিগঞ্জ উপজেলার ইউ.এন.ও মহোদয় এবং এ.সি.ল্যান্ড মহোদয় সার্বক্ষণিক উপস্থিত ছিলেন। সুতরাং আমার বিরুদ্ধে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালরের নিয়োগে অর্থ-বাণিজ্য,পরীক্ষা পিছানো ও অনিয়মের বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত যা আদৌ সত্য নয়। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাচ্ছি।

অলোক কুমার তরফদার
প্রধান শিক্ষক
শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
তালা, সাতক্ষীরা।


Top