আজ || শনিবার, ০৪ মে ২০২৪
শিরোনাম :
  তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত    
 


পাইকগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন

পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল লতিফ সরদার (৭৪) বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি……….রাজিউন)।
বিকাল সাড়ে ৫ টায় ঘোষাল বান্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়েছে। তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
জানাযা’য় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, অধ্যাপক এসএম মোহাম্মদ উল্লাহ, প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম, ষোলআনা ব্যবসায়ী সমিতি লিঃ এর সভাপতি এড. মোর্তজা জামান আলমগীর রুলু, উপজেলা যুবলীগের আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, এড. আব্দুল মজিদ, এড. শেখ আবুল কালাম আজাদ, এড. শফিকুল ইসলাম কচি, শেখ শহিদুল ইসলাম ডাবলু, প্রভাষক বজলুর রহমান, আনিছুর রহমান ফারুকী, আলহাজ্ব রহমত আলী গাজী, মাওঃ গোলাম সরোয়ার, মোঃ আব্দুল গফফার মোড়ল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাযা পরিচালনা করেন, মাওঃ আব্দুল মান্নান। উল্লেখ্য, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের চাচা আব্দুল লতিফ সরদার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। বুধবার বিকালে মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় যাওয়ার সময় পথিমধ্যে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশংকা জনক হওয়ায় খুলনায় প্রেরণ করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।


Top