আজ || বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
শিরোনাম :
  তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত       তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা    
 


দীর্ঘদিনের স্বপ্ন বাস্তব করেছেন প্রধানমন্ত্রী: মোশাররফ করিম

প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতু তৈরি হয়েছে। এই সেতুর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ বাংলাদেশের বিশাল এক জনগোষ্ঠীর স্বপ্ন পূরন হয়েছে। পদ্মা সেতু যেমন বাংলাদেশের প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ করেছে, তেমনি বিশ্বের বুকে অনন্য এক বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। তাই এই সেতু নিয়ে বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও আগ্রহ তুঙ্গে।

২৫ জুন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন। তাই কাঁদা মাটি ও জল ছুঁয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষদের এই সেতু নিয়ে আবেগ অনুভূতি একটু বেশিই। অবশেষে তাদের কষ্ট লাঘব হতে যাচ্ছে। সেই আবেগের কথা ঢাকাপ্রকাশকে জানিয়ে বরিশালে জন্ম নেওয়া দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘ফেরি মানেই ঘাটে ভীষণ ভোগান্তি, ধীরগতির নদী পারাপার, ঘন কুয়াশা, ঝড় ও দুর্যোগে যাত্রা বাতিল এবং বেশি স্রোত অথবা নদীর নাব্যতা সংকটে ফেরি অচল। আবার দীর্ঘ পথে পদ্মা মর্মে মর্মে বুঝিয়ে দেয় তার অস্তিত্ব।

বাংলাদেশের গহন থেকে উঠে এসে পদ্মা তার তীব্র স্রোত নিয়ে ঢুকে গেছে আমাদের জীবনের গভীরে। ঈদ কিংবা বড় কোনো ছুটিতে ভোগান্তি বাড়ে কয়েকগুণ। বাংলাদেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে একে একে সেতু হয়েছে। মানুষের যোগাযোগ সহজ হয়েছে। পণ্য পরিবহনও গতি পেয়েছে। কিন্তু বড় বাধা ছিল পদ্মা পারাপার। এই নদী পাড়ি দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় যাতায়াতে ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো মানুষকে, পণ্যবাহী ট্রাককে। এই ভোগান্তি আর থাকছে না।’

মোশাররফ করিম আরও বলেন, ‘ঈদের আগেই ঈদ এখন আমাদের কাছে। এখন আমাদের বরিশাল আসা যাওয়া নিয়ে কোন কথা কেউ বলবে না। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তব করে দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা খুবই আনন্দিত।’


Top