আজ || বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
শিরোনাম :
  তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ    
 


তালা সদরের উন্নয়নকল্পে মতবিনিময় সভা

তালা সদরের উন্নয়নকল্পে মতবিনিময় সভা

তালার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপন করে অবকাঠামো, প্রাতিষ্ঠানিক, সামাজিক, পরিবেশগত ও বাজার কেন্দ্রীকসহ তালা উপশহরের সামগ্রিক উন্নয়ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারি সংস্থা উত্তরণ এর উদ্যোগে সোমবার (৮ ফেব্রুয়ারী) সকালে উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সভায় তালায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, আইনজীবী ও সুশীল সমাজ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপস্থিত প্রতিনিধিদের মধ্যে তালার উন্নয়নের গুরুত্ব ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম. এম. ফজলুল হক, আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর্জা আতিয়ার রহমান, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ, নাগরিক সমাজের প্রতিনিধি মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ এম. এ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, যুগ্ন-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দীন বিশ্বাস, তালা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি কাজী মারুফ, সুশীল সমাজ প্রতিনিধি আব্দুল বারী, আওয়ামী লীগনেতা সৈয়দ ইদ্রিস ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপ প্রমুখ।

সভায়, তালা উপজেলা সদরের সামগ্রিক উন্নয়নকল্পে এখানে বসবাসরত নাগরিকদের উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে নানান আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


Top