আজ || শুক্রবার, ০৩ মে ২০২৪
শিরোনাম :
  তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত    
 


তালায় মামলা থেকে রেহাই পেতে মাদ্রাসা শিক্ষকের আকুতি!

তালা নিউজ ডেস্ক:

তালা উপজেলার আলাদীপুর গ্রামের মৃত মিনহাজ উদ্দীন শেখের পুত্র আম্রকানন দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোজাম্মেল হকের নামে হয়ারনীমূলক মামলা হওয়ায় শিক্ষক সমাজসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এদিকে শতাধিক শিক্ষকসহ পাঁচশতাধিক এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে গণস্বাক্ষর করেছেন। তারা সরেজমিন তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখার জন্য সাতক্ষীরা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানাগেছে, গত ৩১ মার্চ তালা থানা পুলিশের পক্ষ থেকে ১৫(৩)/২৫ ধারায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয় (যার নং- ১২)। উক্ত মামলায় ৮নং আসামী হিসেবে নাম উল্লেখ করা হয় তালা উপজেলার আলাদীপুর গ্রামের মৃত মিনাজ শেখের পুত্র মাওলানা মোজাম্মেল হকের। তিনি তালার জালালপুর ইউনিয়নের আম্রকানন দাখিল মাদ্রাসার সহ-সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকাবাসী জানায়, মাওলানা মোজাম্মেল হক মাদ্রাসায় চাকুরীর পাশাপশি জাতপুর বণিক সমিতির বর্তমান সহ-সভাপতি। তিনি কোনদিন জামায়াতসহ কোন রাজনৈতিক দলের সাথে কিংবা কোন নাশকতামূলক কাজে জড়িত ছিলেন না। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের সমর্থক। ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীসহ বিভিন্ন জাতীয় দিবসে তিনি এলাকায় অগ্রনী ভূমিকা পালন করে থাকেন। জাতপুর বাজারে ব্যবসার সূত্রধরে এলাকার একটি কুচক্রী মহল দীর্ঘদিন তাকে দেখে নেয়ার জন্য হুমকি-ধামকি প্রদান করতো। সেই মহলের উস্কানিতে উক্ত মামলায় তার নামটি ভুলকরে অন্তর্ভূক্ত হতে পারে বলে তাদের ধারণা।
উক্ত ঘটনায় শতাধিক শিক্ষকসহ পাঁচশতাধিক এলাকাবাসী বিষয়টি নিরপেক্ষ তদন্ত চেয়ে গণস্বাক্ষর করেছেন। তারা সরেজমিন তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখার জন্য সাতক্ষীরা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।


Top