আজ || রবিবার, ১২ মে ২০২৪
শিরোনাম :
  তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন    
 


তালায় মনোসামাজিক বিষয়ক কর্মশালা

মঙ্গলবার (২১ জুন) সকালে তালার শাহাপুরস্থ উইমেন জব ক্রিয়েশন সেন্টার (ডব্লিউজেসিসি) প্রশিক্ষণ কক্ষে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে মনোসামাজিক বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উত্তরণের ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্টের আয়োজনে, ওয়ার্ডভিশন বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ সৈয়দ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, তালা হাসপাতালের চিকিৎসক বাপ্পাদিত্য গাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা থানার এসআই ইমন হাসান প্রমুখ। এ সময় উক্তরণের প্রকল্প অফিসার যোয়াকিম মন্ডল, টেকনিক্যাল অফিসার লায়লা পারভীন হিমেল, মনিটরিং এন্ড এভালুয়েশন অফিসার শেখ মুসফিকুর রহমানসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, পুরোহিতসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Top