আজ || বুধবার, ০১ মে ২০২৪
শিরোনাম :
  তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত       তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা       তালায় আরএমটিপি প্রকল্পের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত    
 


তালায় পুলিশ কর্মকর্তা বজলুর ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

তালা ( সাতক্ষীরা)  ঃ সাতক্ষীরার তালায় ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এবারও সাধারণ গরিব ও অসহায় মানুষরে মাঝে ব্যাক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার( ৯ এপ্রিল) সকাল ১০ টার সময় হাজরাকাটী গ্রামের খুলনায় কর্মরত সাব ইন্সপেক্টর মোঃ বজলু রহমান এর পক্ষ থেকে তার নিজ বাড়িতে এই ঈদ সামগ্রী হিসাবে বয়লার মুরগি, চাউল, তেল, সেমাই, চিনি, দুধ,বাদাম ইত্যাদি সহ নগদ অর্থ তুলে দেন আশেপাশে নম্নি আয়ের মানুষের হাতে।

এ সময় তিনি বলেন, আমাদের চারপাশের মানুষ কিভাবে ঈদ করবে করতে পারছে কি না, তা দেখা আমাদরে সকলের মানবিক দায়ত্বি। স্বার্থের থেকে নিজে ভালো থেকে প্রতিবেশীদের খবর না নিয়ে মানুষের পরিচয় বহন করাটা লজ্জার।

তাই মানবকি দৃষ্টিকাণ ঈদের খুশি সকলের সাথে ভাগাভাগী করার আত্মতৃপ্তি থেকে এ ধরনের উদ্যোগ আমি প্রতিবারেই নিয়ে থাকি। এবারও তার ব্যতিক্রম নয়। এ ধারা আগামীতওে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এদিকে ঈদ উপহার পেয়ে খুশি নিন্মু আয়ের মানুষগুলো ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রাণ ভরে সাব ইন্সপেক্টর বজলুর রহমানকে দোয়া করতে দেখা যায়।

৯-৪-২৪


Top