আজ || সোমবার, ০৬ মে ২০২৪
শিরোনাম :
  জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ    
 


তালায় দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন : সোমবার শুরু হবে শারদীয় দুর্গাপূজা

কাল সোমবার (১১ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। তালা উপজেলার প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। পূজার সময় এলাকা এবং ম-পগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার্থেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলায় এবার ১৮৯টি পূজা ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শারদীয় দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দিরগুলোর প্রস্তুতি শেষ। দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। হিন্দু স¤প্রদায়ের আবাল-বৃদ্ধ-বনিতা এ সর্ববৃহৎ শারদীয় পূজাকে সার্থক করতে প্রহর গুনছে। সব মিলিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে প্রতিটি পূজামন্ডপে।
তালা উপজেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ইউনিয়নের পূজা উদযাপন কমিটিগুলোকে দেওয়া হয়েছে বিভিন্ন দিক-নির্দেশনা। শনিবার উপজেলার বিভিন্ন পূজা ম-প ঘুরে দেখা গেছে, অধিকাংশ পূজা ম-পেই প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। উপজেলার ১৮৯ টি পূজা মন্ডপের অনুকূলে সরকারী অনুদান বিতরণ করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবু জিহাদ ফকরুল আলম খান জানার, পূজার সময় আইন শৃঙ্খলা রক্ষায় পূজা ম-পের বাইরে এলাকায় সার্বক্ষণিক পুলিশি টহল অব্যাহত থাকবে। এছাড়া পূজা ম-প এলাকায় মন্দিরগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে। পূজার সময় কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, এ বছর ১৮৯টি ম-পে পূজা হবে। ইতোমধ্যেই শারদীয় দুর্গাপূজা জাতীয় উৎসবে রূপ নিয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, প্রতিবছরের মতো এবারও সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব সম্পন্ন হবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম তারেক সুলতান জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তালা উপজেলার ১৮৯ টি পূজা মন্ডপের অনুকূলে সরকারী অনুদান বিতরণ করা হয়েছে। দুর্গাপূজায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গাৎসব পালন করা হবে।


Top