আজ || শনিবার, ০৪ মে ২০২৪
শিরোনাম :
  তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত    
 


তালায় গ্রীন ম্যান’র উদ্যোগে ফুটস্টেপস্ এর সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরা তালায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীন ম্যান’র উদ্যোগে ফুটস্টেপস্ এর সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ২০২২ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় তালা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং বেলা ১২ টায় খলিলনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা থানার তদন্ত অফিসার আবুল কালাম আজাদ, এসআই মোঃ ফারুক ইসলাম, খলিলনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার, খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিপায়ন মণ্ডল, সাংবাদিক তাপস সরকার প্রমূখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, ‘ গ্রীন ম্যানের এই উদ্যোগকে আমরা পূর্ণ সমর্থন করি, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী হিসেবে তাদের এই উদ্যোগ আসলে প্রশংসনীয়, তাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন।’

খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবু বলেন, ‘তৃণমূল পর্যায়ে গ্রীন ম্যানের এই কার্যক্রম সর্বস্তরের প্রশংসা কুড়িয়েছে, শুভ কামনা উদীয়মান স্বেচ্ছাসেবীদের জন্য।’

এসময় গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বি বলেন, ‘ তীব্র শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর তাড়না থেকে আমাদের এই উদ্যোগ, ফুটস্টেপস্ বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ আমাদের উদ্যোগে পাশে থাকার জন্য।’

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ‘শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা ‘ এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ম্যান।


Top