আজ || বুধবার, ০৮ মে ২০২৪
শিরোনাম :
  ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


তালায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

সাতক্ষীরা তালায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রবিবার (৪ জুলাই) বিকাল থেকে সন্ধ্যার মধ্যে তাঁরা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের হাতেম সরদারের ছেলে সাজ্জাত হোসেন (৪৫), দবির মোড়লের স্ত্রী করিমন বিবি (৬৫), কদম আলী গাজীর ছেলে ইসমাইল (৫০) এবং মাগুরা ইউনিয়নের চাদকাটি গ্রামের সওকত হোসেনের স্ত্রী মাহমুদা বেগম (৪৫)।

মৃতদের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানাযায়, বেশ কিছুদিন যাবৎ প্রচন্ড জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্টে ভুগছিলো তারা। কিন্তু জানাজানির ভয়ে তাদের কারোরই করোনা পরীক্ষা বা হাসপাতালে নেওয়া হয়নি।

হরিহরনগর গ্রামের ইউপি সদস্য সামছুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তারা করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। তবে আতংকের কারণে কেউই করোনা পরীক্ষা করায়নি।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যেতে পারে, তারা পরীক্ষা না করানোর কারনে আমাদের কাছে কোন তথ্য নেই।


Top