আজ || রবিবার, ১২ মে ২০২৪
শিরোনাম :
  সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


তালায় ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম প্রথম ধাপে ৭ হাজার ২০০ জনকে টিকা দেওয়া হয়

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাতক্ষীরার তালা উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচির ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে ।

শনিবার সকাল থেকে উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদে গণটিকাদান কর্মসূচির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীদের টিকা দেওয়া হয়।

গণটিকাদান কর্মসূচি পরিদর্শন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তানজিল্লুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমূখ ।

জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, আমার ইউনিয়নে প্রথম ধাপে তিনটি ওয়ার্ডে ৬০০ জনকে গণটিকা দেওয়া হয়। তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান,সকাল থেকে গণটিকাদান কর্মসূচির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীদের টিকা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান জানান, দেশব্যাপী ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনা করছে স্বাস্থ্য অধিদফতর। তালা উপজেলায় ১২টি ইউনিয়নে ৭ হাজার ২০০ জনকে প্রাথমিকভাবে মানুষকে টিকা দেওয়া হচ্ছে । উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, সবাইকে টিকার আওতায় আনা হবে গণটিকাদান কর্মসূচির পরিদর্শন করছি।


Top