আজ || বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
শিরোনাম :
  তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত       তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা       তালায় আরএমটিপি প্রকল্পের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত    
 


তালার কানাইদিয়া গ্রামে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

সৈয়দ মারুফ হোসেন ॥
সাতক্ষীরার তালায় দলিত সম্প্রদায়ের গৃহবধু বৈশাখী দাসের (২৬) বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃত বৈশাখী দাস তালা উপজেলার কানাইদিয়া গ্রামের পলাশ দাসের স্ত্রী ও আশাশুনি উপজেলার বাবু শিকদারের মেয়ে। মৃত: বৈশাখী দাস সুমনা দাস (৭) ও প্রিয়ন্তী দাস (৪) দুই কন্যা সন্তানের জননী।

মৃত বৈশাখী দাসের শ্বশুর দুলাল দাস জানান, শুক্রবার সকাল সাড়ে ৯ টায় গৃহাস্থলীর তুচ্ছ ঘটনার জেরে অভিমান করে বৈশাখী দাস বিষপান করে। তালা হাসপাতালে যাওয়ার পর ডাক্তার ওয়াস করা শেষে বৌমা মারা যায়।”
বৈশাখী দাসের দেবর পবিত্র দাস জানান, আমার বৌদি পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিষপান করে। আমরা ঘটনা জানতে পেরে তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ভ্যান উল্টে বৌদির (বৈশাখী দাস) মাথায় আঘাত লাগে। এ দুর্ঘটনায় ভ্যান চালক সহ ভ্যানে থাকা অপর ৩জন আহত হয়। পরবর্তীতে তালা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ওয়াস করার পর বৌদির আর জ্ঞান ফেরেনি।’

এ ঘটনায় জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু জানান, ঘটনা শুনেছি, এলাকাবাসীর কাছে জেনেছি সে বিষ পানে আত্মহত্যা করেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


Top