আজ || সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
শিরোনাম :
 


তালায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালন

‘মানব পাচার মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ, আসুন সকলে মিলে পাচার প্রতিরোধ করি এই স্লোগানকে সামনে রেখে তালায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার (৩০ জুলাই) ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় তালা উপ-শহরে র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিত দাশ। উক্ত অনুষ্ঠানে সভায় শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


Top