আজ || মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
শিরোনাম :
 


তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্যদের বই পড়ায় উদ্বুদ্ধকরণ সভা

‘আলোকিত মানুষ চাই’ স্লোগান সামনে রেখে বুধবার (৯ আগষ্ট) সকালে তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ-গ্রন্থাগারে বিশ্বসাহত্য কেন্দ্রের পক্ষ থেকে কলেজ পর্যায়ে বইপড়া কর্মসূচির ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে কলেজ ছাত্র-ছাত্রীদের বইপড়া কর্মসচির আওতায় অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ মুজাহিদুল আলম সাগর। এ সময় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ-গ্রন্থাগারের সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, গ্রন্থাগারের মোঃ আফজাল হোসেন, পাঠক ফোরামের দেলোয়ার হোসেন, মনিরা খাতুন, দীপা দাশ, সোহান হোসেন, রিমা খাতুনসহ কর্মসূচির কলেজ পর্যায়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় পাঠক ফোরামের সদস্য রাম প্রসাদ হরির সর্প দংশনে অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।


Top