আজ || শুক্রবার, ০৩ মে ২০২৪
শিরোনাম :
  তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত    
 


তালায় বন্ধ হলো কিশোরীর বাল্যবিবাহ

তালায় ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাল্যবিবাহ ঠিকঠাক হবার পর উপজেলা প্রশাসন বিষয়টি অবগত হয়ে বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেন। সোমবার (১০ জুলাই) সকালে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এই আদেশ জারী করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, রবিবার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের সেনপুর গ্রামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক কিশোরীর বিয়ে হবার কথা ছিল একই উপজেলার শিরাশুনী গ্রামের আব্দুল মালেকের পুত্র কবির হোসেনের সাথে। গোপন তথ্যের ভিত্তিতে কুমিরা ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শম্পা ভট্টাচার্যকে রবিবার ঘটনাস্থলে পাঠানো হয়। বরপক্ষ এমন খবর পেয়ে মাঝপথে ফিরে যায়। এ সময় ঐ মেয়েপক্ষ বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়। সোমবার সকালে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মেয়েপক্ষের লোকজন এসে ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছেন। এ সময় তারা এলাকায় ফিরে গিয়ে বাল্যবিবাহ বিরোধী প্রচারনা চালাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।


Top