আজ || সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
শিরোনাম :
 


তালায় নদী ব্যবস্থাপনা ও টেকসই কৃষি প্রসারের লক্ষ্যে ক্যাম্পেইন

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা বাজার এলাকায় কপোতাক্ষ নদী অববাহিকায় নদী ব্যবস্থাপনা (টিআরএম) ও টেকসই কৃষি প্রসারের লক্ষ্যে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এডভ্যান্সিং সাস্টেইনেবল ইন্ডিজেনাস এগ্রো-ইকলজ্যিক্যাল লাইভ্লিহুড (এশিয়া লাইভ্লিহুড) প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণের প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার সানা, প্রজেক্ট ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার ইমরুল কবির ও তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ।
স্থানীয় কৃষক এবং উদ্যোক্তাদের টিআরএম সম্পর্কে জ্ঞান এবং এই অঞ্চলের কৃষি পদ্ধতিতে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে অবহিত করাই এই প্রচারণার মূল লক্ষ্য। এছাড়া কৃষক ও উদ্যোক্তাদের জৈব ও মিশ্র ফসল চাষের কৌশল সম্পর্কে ধারণা ও উৎসাহিত করা এবং উৎপাদিত পন্যের বাজার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


Top