আজ || শনিবার, ০৪ মে ২০২৪
শিরোনাম :
  কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী    
 


তালায় স্কুল ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, মেয়ের পিতাকে জরিমানা!

তালায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় ঐ মেয়ের পিতাকে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১ জুন) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন। এ সময় ঐ মেয়েকে তার পিতামাতার হেফাজতে দেয়া হয়েছে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সম্প্রতি শেয়ার বাংলাদেশ নামের একটি বে-সরকারী সংস্থার পক্ষ থেকে তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের ছোট কাশিপুর গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ আসে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার উভয় পক্ষ মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে হাজির হন এবং বাল্যবিবাহের কথা অকপটে স্বীকার করেন। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৫(৩) ধারা মোতাবেক উক্ত বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ সময় ঐ মেয়ের পিতাকে ৪ হাজার ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আরাফাত হোসেন। এদিকে বাল্যবিবাহের শিকার ঐ কিশোরী শেয়ার বাংলাদেশ নামের একটি এনজিও’র সুবিধাভোগী বলে জানা গেছে।


Top