আজ || শনিবার, ০৪ মে ২০২৪
শিরোনাম :
  তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত    
 


ডুমুরিয়ার মাগুরখালীতে আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় সাবেক ইউপি সদস্য অনুকুল মন্ডলের উপর সন্ত্রাসী সজল বাবু কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মাগুরখালীর নির্যাতিত এলাকাবাসীর আয়োজনে স্থানীয় আলাদিপুর, শিবনগর ও আমুড়বুনিয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, ইউপি সদস্য সরস্বতী মন্ডল, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা, ইউপি সদস্য বাবর আলী গাজী, শিক্ষক সুব্রত মন্ডল, শিক্ষক দেবব্রত মন্ডল, দিপংকর মন্ডল, আহতের কন্যা তানিয়া মন্ডল, ইউনুচ সরদার, সঞ্জয় সানা, তরুন কান্তি মিস্ত্রি, বিপন্ন সানা, পরিতোষ জোয়াদ্দার, অমরেন্দু রায়, স্বপন মিস্ত্রি, ডাবলু মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, গত ৩ জুলাই আমুড়বুনিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সজল বাবু ও তার বাহিনী কর্তৃক সাবেক ইউপি সদস্য অনুকুল মন্ডলকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এ ঘটনায় আহতের স্ত্রী মিতা রানী মন্ডল বাদী হয়ে সজলসহ ৮জনের নামে মামলা করে। কিন্তু মামলার ১০দিন অতিবাহিত হলেও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও অদৃশ্য কারণে পুলিশ গ্রেফতার করছে না।  সংগত কারণে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে সন্ত্রাসী সজল বাবু’র খুটির জোর কোথায়  ?  একটি মহল শান্ত মাগুরখালী আবার অশান্ত করার পায়তারা করছে। মাগুরখালী ইউনিয়নে  কোন সন্ত্রাসীর আশ্রয় হবে না।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তবে তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।


Top