আজ || রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
শিরোনাম :
 


ছাত্রদের আত্মপ্রয়াস !!অহনা ইসলাম!!

ছাত্রদের আত্মপ্রয়াস
অহনা ইসলাম

মোদের দেশের শিক্ষাব্যবস্থা
এতো উন্নত হাই,
ছাত্রদের তাই পরীক্ষা নিয়ে
বিচার করা হয়।

তিন বছরে হাতে খড়ি হয়
তেতত্রিশে হয় না শেষ,
চাকরির বয়স থাকে হাতে আর
মাত্র বছর দুইয়েক।

মেয়ে আমার হবেই ডাক্তার
ছেলে ইঞ্জিনিয়ার,
আমাদের দেশের মাতা পিতার
এইটাই যে স্বপ্নের পাহাড়।

সাইন্স নিয়ে পড়তেই হবে
হতে হলে ডাক্তার,
এইবার তুমি পড়ে মর ভাই
রক্ষা করতে মাতা পিতার সম্মান।

দিনরাত পড়ে তুবও যখন
ফলাফল নাহি পায়,
অনেক ছাত্ররাই তখন
আত্মহত্যার পথে যাই।

মোরা ছাত্ররা পড়তেছি ভাই
নিজের জন্য নয় ,
সমাজ থেকে বাঁচতে মোরা
অভিনয় করে যাই।

নিজের স্বপ্নের মোরা
করি যে বিসর্জন,
মাতা পিতার স্বপ্নে মোরা
গড়ি নিজেদের মন।

পরিবার আর সমাজ যদি
ছাত্রদের পাশে রই,
তবে ছাত্রদের আত্মহত্যা
কমবেই নিশ্চয়।

আমরা বন্ধু ফাউন্ডেশন তালা উপজেলা টিমরে সদস্য


Top