আজ || বুধবার, ০১ মে ২০২৪
শিরোনাম :
  তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত       তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা       তালায় আরএমটিপি প্রকল্পের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত    
 


চৌগাছায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় সূর্য’র পক্ষ থেকে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ২আগস্ট ) বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের বৃক্ষরোপণ করা হয়।

সূর্য’র আহ্বায়ক আবু বকর, অত্র স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা , সহকারী শিক্ষক সাইদুর রহমান নয়ন ও সাদ্দাম হুসাইন, সূর্য’র সদস্য সুফিয়ান খালিদ , মোমিনুর , ইমরান , শাহরিয়ার শুভ , রফিকুল , হাসানুর জেরিন , সাগর এবং সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান , মকলেচুর রহমান ইরান, শাকিনুর রহমান রানা , তওহীদ হৃদয়সহ স্থানীয় সাধারণ লোকজন এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপর্যুক্ত অনুষ্ঠানে সূর্য’র আহ্বায়ক আবু বকর বলেন , জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা মোকাবেলার অংশ হিসেবে সূর্য পরিবারের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী আয়োজন করে আমরা আনন্দিত। ভবিষ্যতেও বৃক্ষরোপণ কর্মসূচি , রক্ত গ্রুপিং , কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা , বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ সহ বিভিন্ন জনসচেতনতামূলক সামাজিক প্রোগ্রাম আয়োজন করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে সূর্য।


Top