আজ || বুধবার, ০৮ মে ২০২৪
শিরোনাম :
  ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


চুয়াডাঙ্গায় নৈশকোচের ধাক্কায় নিহত ৬

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় বাসের ধাক্কায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৮ আগস্ট) ভোর ৬টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিলন (৪০), সোহাগ (২৫), শরিফ (৪৫), রাজু (৩৯), ষষ্ঠী (৪৩), কালু (৪৫)।

পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের একটি বাস সরোজগঞ্জ বাজার এলাকায় এলে সড়কের পাশ দিয়ে যাওয়া আলমসাধু, নসিমন ও মোটরসাইকেলকে পেছন থেকে ধক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। এসময় আহত হন অনন্ত পাঁচজন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, হতাহতরা আলমসাধু ও নসিমনের যাত্রী। তারা সবাই দিনমজুর।


Top