আজ || শুক্রবার, ১০ মে ২০২৪
শিরোনাম :
  তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ    
 


চাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২০ অনুষ্ঠিত

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ৬০নং চাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। এবারে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ১২ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন।

এসময় ৬০ নং চাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিকা রাণী রায়,সহকারি শিক্ষক সুচিত্রা রায়,খলিলুর রহমান,রুমানা খাতুন,নাসরিন আরা পলি,দেব কুমার ভদ্র উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন ছিলেন জিয়াউল হক সাহাদ,প্রিজাইডিং অফিসার হিসাবে গাজী সাকিব হোসেন, মোঃ হাফিজুল ইসলাম সুজন, পোলিং এজেন্ট হিসাবে মোঃ তৌকির আহমেদ,রাওয়াত হোসেন নিরব, ফাতেমা খাতুন,জান্নাতুল মুনিয়া দায়িত্ব পালন করেন।

নির্বাচনে ১২ জন প্রার্থীর মধ্যে এস,এম মুহিন ইসলাম ৬৮ভোট,শারিকা সুলতানা মুক্তা ৬৬ ভোট,বৈশাখী আক্তার বুশরা ৫৪ ভোট,মোঃ নাইম ইসলাম ৫২ ভোট,শাহিদ ইসলাম জিম ৫২ ভোট,তাছলিমা খাতুন ৪৮ ভোট ও পূজা রায় ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


Top