আজ || বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
শিরোনাম :
  তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ    
 


গ্যাসে সংকট : ভয়াবহ শীতের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ

বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, প্রাকৃতিক গ্যাসের দাম কমানোর ব্যাপারে কিছু না করতে পারলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো পাঁচ থেকে ১০টি ভয়াবহ শীতের মুখোমুখি হবে।

বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী আরো বলেছেন, ইউরোপের দেশগুলোর উচিত অবিলম্বে গ্যাসের দাম কমানো। গ্যাস ও বিদ্যুতের দাম সংশোধন করা প্রয়োজন বলেও এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেছেন, আমরা যদি এ বিষয়ে পদক্ষেপ না গ্রহণ করি, আগামী পাঁচ অথবা ১০টি শীত হবে ভয়াবহ।

আমাদের অবশ্যই উৎস খুঁজতে হবে, এ নিয়ে কাজ করতে হবে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দফায় দফায় বাড়ছে প্রাকৃতিক গ্যাসের দাম।

মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রুশ গ্যাস কম্পানি। ২০২১ সালে ইউরোপের দেশগুলোতে ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করেছিল রাশিয়া। অবশ্য জার্মানি জানিয়েছে, গ্যাসের সঙ্কটের দ্রুত সমাধানের পথ খুঁজছে তারা।

ইউরোপের দেশগুলোতে গ্যাস ও বিদ্যুতের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। চলতি সপ্তাহে দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

এ নিয়ে মুখ খুলেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। তিনি বলেছেন, জ্বালানির বাজারে এই মুহূর্তে যা ঘটছে তা আমাদের বন্ধ করতে হবে।

একদিকে যখন ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ কমে গেছে, সেই সময় প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ডলার মূল্যের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া।


Top