আজ || বুধবার, ০৮ মে ২০২৪
শিরোনাম :
  খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ    
 


কোভিড: সাতক্ষীরায় ভারতফেরত দেড়শ জনের মধ্যে আক্রান্ত ১১

সাতক্ষীরায় ভারত থেকে আসার পর কোয়ারেন্টিনে থাকা দেড়শ জনের করোনাভাইরাস পরীক্ষায় ১১ জনের পজিটিভ এসেছে।

এটা ভারতীয় ধরন কিনা পরীক্ষার জন্য আইইডিসিআরে নমুনা পাঠানো হবে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন হুসাইন শাফায়াত।

তিনি বলেন, দেড়শ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ শেষে পরীক্ষা করা হয়। মঙ্গলবার রাতে ১১ জনের ‘পজিটিভ’ প্রতিবেদন আসে।

বুধবার সকালে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

আক্রান্ত ১১ জন করোনাভাইরাসের ভারতীয় ধরনটিতে আক্রান্ত হয়েছেন কিনা তা জানার জন্য আইইডিসিআরে নমুনা পাঠানো হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন।


Top