আজ || বুধবার, ০১ মে ২০২৪
শিরোনাম :
  তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত       তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা       তালায় আরএমটিপি প্রকল্পের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত    
 

সরকারি নির্দেশনা অমান্য করে


কেশবপুরে মাস্ক ব্যবহার না করায় ২০ জনকে অর্থদন্ড

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত ২০ জনকে অর্থদন্ড প্রদান করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা মঙ্গলবার সন্ধ্যায় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের থানার মোড় ও ত্রিমোহনী মোড় এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে উপজেলার সাবদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আবু রায়হানকে ২০০ টাকা, সাতবাড়িয়া গ্রামের নিছার আলীর ছেলে শাবুলকে ৫০০ টাকা, বাজিদপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে রাব্বী হাসানকে ২০০ টাকা, মজিদপুর গ্রামের আবু সাঈদের ছেলে মাসুম মোড়লকে ২০০ টাকা, প্রতাপপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আলী হাসানকে ২০০ টাকা, বালিয়াডাঙ্গা গ্রামের শ্যামলের ছেলে বাপ্পা বসুকে ৫০০ টাকা, কেশবপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সেলিম হোসেনকে ২০০ টাকা, বড়েঙ্গা গ্রামের আবু বক্করের ছেলে আব্দুর রহমানকে ৫০০ টাকা, মধ্যকুল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ওলিয়ার রহমানকে ২০০ টাকা, ভোগতী গ্রামের হকের ছেলে আজাদকে ৫০০ টাকা, বাঁকাবর্শী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আসাদ উজ জামানকে ৫০০ টাকা, কন্দর্পপুর গ্রামের সেকের আলীর ছেলে ইউনুসকে ২০০ টাকা, মির্জাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুর রহমানকে ২০০ টাকা, কোমরপোল গ্রামের আবু মুসার ছেলে আমিনুর রহমানকে ২০০ টাকা, পাথরা গ্রামের জসিম উদ্দিনের ছেলে বোরহানকে ২০০ টাকা, মনিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের আবদুল হামিদের ছেলে আবু সাঈদকে ২০০ টাকা, চালুয়াহাটি গ্রামের আব্দুল ওহাবের ছেলে রবিউল ইসলামকে ৫০০ টাকা, কাশিমনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে জাহিদকে ২০০ টাকা, তালা উপজেলার নূর আলীর ছেলে শহিদকে ২০০ টাকা এবং আব্দুস সাত্তার শেখের ছেলে মোঃ ফিরোজ হোসেনকে ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেছেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে মাক্স ছাড়া কেউ যদি চলাফেরা করে সে ক্ষেত্রে আরো কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।


Top