আজ || বুধবার, ০১ মে ২০২৪
শিরোনাম :
  তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত       তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা       তালায় আরএমটিপি প্রকল্পের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত    
 


কেশবপুরে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত

কেশবপুরে রবিবার রাতে উপজেলার দোরমুটিয়া গ্রামে মাদক ও টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে ১৫ মাদক মামলার এক আসামি নিহত হয়েছে। পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল থেকে ১টি শার্টার গান ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উপজেলার দোরমুটিয়া গ্রামের জামাল উদ্দিন গাজী ওরফে মধুর ছেলে ১৫ মাদক মামলার আসামি মনিরুজ্জামানসহ (৩৮) দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে টাকা ও মাদক ভাগাভাগিকে কেন্দ্র করে দোরমুটিয়া গ্রামের একটি ইটের ভাটার পূর্বপাশে গোলাগুলিতে মনিরুজ্জামান নিহত হয়। সংবাদ পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মনিরুজ্জামানের লাশসহ একটি শার্টারগান দু’রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসিম উদ্দিন জানান, নিহত মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তার নামে কেশবপুর থানায় ১৫ টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


Top