আজ || বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
শিরোনাম :
  তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ    
 


কেশবপুরে ক্রয় সূত্রে জমির মালিক বিপাকে পড়েছে ঘর তৈরী করতে বাধা দেওয়ার অভিযোগ

মেহেদী হাসান জাহিদ, কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে ক্রয় সূত্রে জমির বিপাকে পড়েছে ব্রহ্মণডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম। শুক্রবার জমিতে দোকান ঘর তৈরী করতে গেলে বাধা দিয়েছে একদল দূর্বৃত্ব। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কেশবপুর থানায় অভিযোগ সুত্রে ও সরেজমিন পরিদর্শন কালে জানাগেছে, কেশবপুর উপজেলার (ব্রহ্মণডাঙ্গা) কমলাপুর গ্রামের মৃত ইউসুফ আলী গাজীর ছেলে মোঃ নজরুল ইসলাম গাজী ২০২০ সালের ডিসেম্বর মাসে বেলকাটি গ্রামের মৃত পরশতুল্য সরদারের ছেলে কামরুজ্জামান মনি ও তার দুই বোনের নিকট হতে ১০৮ নং বেলকাটি মৌজার ৬ শতক জমি (নুড়িতলা বাজারে) কবলামূল্যে ক্রয় করে। যার তফসিল বর্নিত খতিয়ান নং ৩৩৪ দাগ নং হাল ২৯০৯।

উক্ত জমিতে নজরুল ইসলাম শুক্রবার দোকান ঘর তৈরী করতে গেলে এলাকার দূর্বৃত্ত বেলকাটি গ্রামের রহমতুল্লাহ ছেলে শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম ও একই গ্রামের আমিনতুল্যর ছেলে মনিরুজ্জামান সহ একদল দূর্বৃত্ব দোকান ঘর তৈরী করতে বাঁধা দিয়েছে। এসময়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেঃ জসিমউদ্দীনের তড়িৎ পদক্ষেপে থানা পুলিশের উপস্থিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হলেও এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে ইউপি মেম্বার আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, নজরুল ইসলাম কবলামূলে নিষ্কন্ঠক জমি ক্রয় করে বিপাকে পড়েছে। একদল দূর্বৃত্ত্ব তার জমিতে দোকান ঘর তৈরীতে বাঁধা দিয়ে পরিস্থিতি উত্তেজিত করে তুলেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতায় বিষয়টি মিমাংসা করা হবে বলে জানিয়েছেন।


Top