আজ || বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
শিরোনাম :
  তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ    
 


কেশবপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাসন উপলক্ষে জাতীয় পাতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাগরদাঁড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ মশিয়ার রহমান, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আফছার উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক কবীর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মিনু রানী দে ইতি, অধ্যাপিকা জান্নাত্যুল ফেরদৌস, পৌর কাউন্সিলর মনিরা খানম, ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, পৌর আওয়ামী লীগনেতা হাবিবুর রহমান, পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মমতাজ বেগম, যুবলীগনেতা লিটন হোসেন, ওবায়দুর রহমান নীল প্রমুখ।

 


অপরদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান।


Top